বোদা পৌরসভা কার্যালয়
বোদা,পঞ্চগড়।
অফিস পরিচিতিঃ-
কাঞ্চনজঙ্ঘার হিমেল পরশে উত্তরের হিমালয়ের শেষ পাদদেশে পঞ্চগড় জেলা একসময় বৃহত্তর দিনাজপুর জেলার মহকুমা ছিল। বাংলাদেশের তৎকালীন সরকার ১৯৮৩ সনে পঞ্চগড় কে জেলায় উন্নিত করে । পাঁচটি উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় জেলার মধ্যে বোদা উপজেলা অন্যতম। বৃটিশ অধ্যূষ্যিত এ অঞ্চল কোন এক সময় কুচবিহার মহারাজ্যের অণত্মরগত ছিল। ২০০১ ইং সনে তৎকালীন প্রধামণত্ম্রী বোদা পৌরসভা ঘোষনা করেন। স্বল্প জনবল এবং অনির্বাচিত প্রতিনিধি ও দ্বায়িত্ব প্রাপ্ত প্রশাসক নিয়ে জনসেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লÿÿ্য কাজ করে যাচ্ছে পৌরসভাটি। উপজেলা প্রশাসনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে এবং স্বল্প সংখ্যক জনবল দিয়ে ১৯৬০৭ জনসংখ্যার শহরমূখী জীবনের আশা আকাংখার প্রতীক হয়ে আছে এই পৌরসভাটি।
বোদা পৌরসভার সংÿÿপ্ত বিবরণী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০১ ইং সনে বোদা পৌরসভা প্রতিষ্ঠা করেন।
বোদা উপজেলার বোদা ইউানয়ন পরিষদের কিছু এলাকা, চন্দনবাড়ি ইউনিয়নের আংশিক এলাকা
এবং আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে বোদা পৌরসভা গঠিত হয়।
বর্তমানে বোদা পৌরসভার লোক সংখ্যা ১৪৭৮৭ ( ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী) জন।
হোল্ডিং সংখ্যা আবাসিক-২৮০৫ টি, অনাবাসিক-৯৫৬ টি, মোট-৩৭৬১ টি।
ভোটার সংখ্যা ৮৯৯১ জন।
পৌর করের বাৎসরিক দাবী ১৪,৫৯,৯৪৩/= টাকা। মোট বকেয়ার পরিমান ৪৪,৯১,২৫০/= টাকা। ২৭/০৫/২০১৩ ইং তারিখ পর্যমত্ম আদায়ের পরিমাণ ১,২০,০০০/= টাকা।
গত ১৭-১২-২০০৯ ইং তারিখে বোদা পৌরসভা ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উন্নিত হয়।
বোদা পৌরসভা সৃষ্টি কাল থেকে আজ অবধি বিভিন্ন রাসত্মা, ড্রেন, কার্লভার্ট,ডাস্টবিন,হাট শেড নির্মান,স্বাস্থ্য সম্মত পায়খানা সরবরাহ ,নলকূপ স্থাপন এবং সড়ক বাতি স্থাপন কাজ করা হয়েছে। যার জন্য ব্যয় হয়েছে প্রায় ০৭ কোটি টাকা।
বোদা পৌর ভবনের জন্য অধিগ্রহণকৃত জমির পরিমান ০.৬৭ একর যার মূল্য প্রায় ৫০ লÿ টাকা। উক্ত টাকা পৌরসভার নিজস্ব তহবিল থেকে পরিশোধ করা হয়। এ ছাড়াও অফিস ভবন নির্মানের জন্য চুক্তি মূল্য ১,৯১,৮৬,০০০ টাকা। তৎমধ্যে সরকারী বরাদ্দ ১,৬৭,০০০০০ টাকা এবং অবশিষ্ট ২৪,৮৬,০০০ টাকা পৌরসভার নিজস্ব তহবিল থেকে মিটানো হবে।
বোদা পৌরসভার মাস্টার পস্নান তৈরীর কাজ প্রায় সমাপ্তির পথে।
বোদা পৌরসভার সবচেয়ে বড় এবং গুরম্নত্বপূর্ন কাজ বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃ নিস্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প দ্বারা বাসত্মবায়নের কাজ কিছু দিনের মধ্যে শুরম্ন হবে।
বোদা পৌরসভা পৌর নাগরিকদের জন্য সড়কবাতি স্থা্পন, জন্ম-মৃত্যু নিবন্ধন ও সনদপত্র প্রদান, পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নাগরিকত্ব সনদ প্রদান সহ আধুনিক নাগরিক সুযোগ সুবিধা প্রদানের লÿÿ্য কাজ করে যাচ্ছে।
বোদা পৌরসভার বর্তমানে একটি ময়লা আবর্জনা অপসারনের ট্রাক, ০২ টি রোড রোলার এবং ০২ টি মোটর সাইকেল রয়েছে।
পৌরসভার দ্রম্নত উন্নয়নের জন্য বিদেশি সাহায্যপুষ্ট বিভিন্ন প্রকল্পে অমত্মর্ভূক্ত হওয়া প্রয়োজন। তবে এর জন্য প্রধান শর্ত হচ্ছে পৌরকর আদায়ের হার ৭০%-৮০% এ উন্নীত করা জরম্নরী। কিন্তু বাংলাদেশের মধ্যে অত্র বোদা পৌরসভা পৌরকর আদায়ে সবচেয়ে পিছিয়ে আছে। বর্তমানে অত্র পৌরসভার পৌরকর আদায়ের হর মাত্র ১০%-১৫%। পৌরকর আদায়ের হার বৃদ্ধির জন্য সকল পৌরবাসিগনের সার্বিক সহযোগীতা কামনা করছি।
পৌরসভার জনশক্তি
ক্রমিক নং | বিভাগ | শাখার নাম | সাংগাঠনিক কাঠামোঅনুযায়ী পদ সংখ্যা | পূরণকৃত পদের সংখ্যা | শূন্য পদের সংখ্যা | মমত্মব্য |
০১ | প্রকৌশল বিভাগ | পূর্ত, বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা | ২৩ জন | ০৬ জন | ১৭ জন |
|
০২ | পানি নিষ্কাশন ও পয়:প্রনালী শাখা |
|
|
| পানি সরবরাহ ব্যবস্থা চালু হয় নি। | |
০৩ | প্রশাসন বিভাগ | সাধারন শাখা | ১৫ | ০৫ | ১০ |
|
০৪ | হিসাব শাখা | ০৪ | ০১ | ০৩ |
| |
০৫ | এসেসমেন্ট শাখা | ০৩ | ০১ | ০২ |
| |
০৬ | কর আদায়/ লাইসেন্স শাখা | ১০ | ০৩ | ০৭ |
| |
০৭ | পৌর বাজার শাখা | ০৩ |
|
| অত্র পৌরসভার নিজস্ব কোন মার্কেট নেই | |
০৮ | শিÿা সংস্কৃতি/পাঠাগার শাখা | ৩০ |
|
| অত্র পৌরসভা কর্তৃক পরিচালিত কোন শিÿা প্রতিষ্ঠান নেই। | |
০৯ | স্বাস্থ্য বিভাগ | পরিচ্ছন্ন শাখা | ০৩ |
| ০৩ |
|
১০ | স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শাখা | ১৮ | ০২ | ১৬ |
|
নোটঃ পূরণকৃত/কর্মরতপদের মধ্যে ------১৬------- জন পুরম্নষ এবং ------০২---- জন মহিলা কর্মরত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস