ঋণ কর্মসূচিঃ-
(।) প্রাতিষ্ঠানিক ট্রেডঃ- একজন যুব/যুব মহিলাকে তার গৃহীত প্রকল্পের অনুকুলে ১০,০০০টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।
(।।) অপ্রাতিষ্ঠানিক ট্রেডঃ- একজন যুব/যুব মহিলাকে তার গৃহীত প্রকল্পের অনুকহলে ৫,০০০টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।
সফল ঋণ পরিশোধকারীকে সর্বোচ্চ ৩ বার ঋণ প্রদানের ব্যবস্থা আছে। ঋণ পরিশোধের মেয়াদ ১২ মাস থেকে ২৪ মাস পর্যন্ত। সর্বোচ্চ ৩ মাসের গ্রেস পিরিয়ড প্রদান করা হয়ে থাকে। ঋণের সার্ভিস চার্জ ১০% যা ক্রমহ্রাসমান হারে প্রায় অর্ধেক।
যোগাযোগের ঠিকানাঃ-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বোদা, পঞ্চগড়।
(খ)পরিবারভিত্তিক ঋণঃ- পারিবারিকঐতিহ্য রক্ষাসহ মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিকসম্প্রীতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রধান্য দিয়ে স্বীয় পরিবেশে স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়ে আসছে। কর্মসূচির আওতায় ৫ জন সদস্যকে নিয়ে ১টি গ্রুপ এবং ৮ থেকে ১০টি গ্রুপ নিয়ে ১টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি গ্রুপের একজন গ্রুপ প্রধান এবং প্রতি কেন্দ্রে একজন কেন্দ্র প্রধান থাকেন। কেন্দ্রের প্রতি সদস্য১ম দফায় ৮০০০টাকা,২য় দফায় ১০,০০০টাকা, ৩য় দফায় ১২,০০০টাকা, ৪র্থ দফায় ১৪,০০০টাকা এবং ৫ম দফায় ১৬,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে। সফল ঋণ পরিশোধকারী প্রতি গ্রুপ/পরিবারের ১ জনকে প্রয়োজনে মাত্র একবার ৩০,০০০টাকা থেকে ৫০,০০০টাকা পর্যন্ত এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়ে থাকে। ঋণের সার্ভিস চার্জ ক্রমহ্রাসমান হারে ৫% যা ঋণ পরিশোধের পর শেষ ২ কিস্তিতে পরিশোধযোগ্য।
যোগাযোগের ঠিকানাঃ-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,বোদা, পঞ্চগড়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস